1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
পাবনায় পুলিশের অভিযানে ৭টি কার্তুজ ভর্তি রিভলভারসহ তিনটি ককটেল বোমা উদ্ধার গ্রেপ্তার-১ নিয়ামতপুরে আমন ক্ষেত পরিচর্যায়  ব্যস্ত কৃষকেরা টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযান, বিএনপির সভাপতিসহ গ্রেফতার ৩৪ জন রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ১ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় ছয় শিক্ষার্থী বহিস্কার  নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি বিতরণ দুর্নীতিবাজদের ঠিকানা ধামইরহাটে হবে না  নীলফামারীতে মৎস্য শিকার প্রতিযোগিতার উদ্বোধন ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত ভূরুঙ্গামারীতে দৈনিক করতোয়া পত্রিকা ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা

নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি বিতরণ

নীলফামারী প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে জেলার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৭০ জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন। তাদের হাতে মোট ৩৭ লাখ টাকা তুলে দেয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়ক ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার বিকেলে (১৪ আগস্ট) জেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাসহ, জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি বলেন, “শিক্ষার্থীরা দেশের অমূল্য সম্পদ। তাদের শিক্ষার প্রতি উৎসাহ ও সহায়তা প্রদান মানে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা। জেলা পরিষদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “শিক্ষার মাধ্যমে একটি উন্নত সমাজ ও দেশ গড়ে তোলা সম্ভব। তাই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।”

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন। শিক্ষার্থীরা এ সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ভালো ফলাফল করার প্রতিশ্রুতি দেন।

জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের বৃত্তি কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সমস্যার কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট