1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

বোয়ালমারীতে নারী মাদক কারবারি আটক

বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক নারী সাথি আক্তার (৩০) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলাগ্রামের বাসিন্দা। তিনি রেজাউল শেখের স্ত্রী এবং দীর্ঘদিন ধরে একটি গোপালগঞ্জভিত্তিক মাদক চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি বিশেষ দল। অভিযানের সময় সাথি আক্তারের কাছ থেকে এক কেজি গাঁজা, ৪০ পিস ইয়াবা ও একটি ফিচার ফোন উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সাথি আক্তার নিয়মিতভাবে গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন। সোমবার রাতে বোয়ালমারীতে মাদক ডেলিভারির উদ্দেশ্যে এসে যৌথ বাহিনীর হাতে আটক হন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে এলাকাবাসীর সহযোগিতা ও তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কার্যক্রম প্রশংসনীয় এবং এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট