1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের এক শিশুর জীবন বাঁচাতে আকুল আবেদন বিমান দুর্ঘটনায় শহিদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের ফরিদগঞ্জ এলপিজি স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক পরিবার ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ- নাহিদ ইসলাম ভোটের সময় প্রতিশ্রুতি স্বাধীনতার পরে সংস্কার হয়নি ১কিঃ রাস্তা  মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভোলাহাটে কর্মদক্ষতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

ভোলাহাট(চাপাইনবয়াবগঞ্জ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জেলা ও উপজেলা মাধ্যমিক অধিদপ্তরের আয়োজনে ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দ্যোগে উপজেলার বিভিন্ন উচ্চ ও উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের কর্মদক্ষতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান রোববার সকাল ১০টায় (২৭ জুলাই ২০২৫) উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।

এলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় শহর রাজশাহী কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের তাৎপর্যপূর্ণ বক্তব্য বিস্তারিত আলোকপাত করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়গাছী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ-মুশরীভূজা ইউসূফ আলী স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজগার আলী, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ হোসেন, ড. শামসুর রহমান কারিগরী কলেজ ও আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, খালেআলমপুর বিএম কলেজ ও আলিম মাদ্রসার অধ্যক্ষ মোঃ আলতাফ আলী, ময়ামারী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মোঃ নুরুল ইসলাম, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোরিকুল ইসলাম, আদাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাব্বুল হোসেন, বাচ্চামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, চরধরমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়েশ উদ্দিনসহ বিভিন্ন মাদ্রাসা ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান ও ছাত্রছাত্রীগণ এবং ছাত্রছাত্রীদের অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলার দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক মোঃ সারোওয়ার জাহান সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশীদ, অফিস সহায়ক মোঃ সেলিম উদ্দিন, ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম (শরীফ), সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম রাব্বী, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির, সদস্য মোসাঃ শাহনাজ খাতুনসহ সুধীজনেরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পুরষ্কার বিতরণী আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষা বিষয়ে কর্মদক্ষতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী। পাশে-বিশেষ অতিথি ও পুরষ্কার বিতরণী উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট