আজ (২৫ জুলাই) লক্ষ্মীপুরের নতুন বাজার মসজিদের পাশে নামাজ পড়তে যাওয়ার পথে এক নাগরিকের চোখে পড়ে তিনজন শ্রমিক রাস্তার পাশে মাটি খুঁড়ছেন। গভীরতা মাত্র ৩ ইঞ্চি এবং প্রস্থ আনুমানিক ৪-৫ ইঞ্চির মতো। খনন কাজ দেখে সংশয় হলে ওই নাগরিক তাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন, “ভাই, কী করতেছেন? শ্রমিকদের উত্তর ছিল, ড্রেন করছি ভাই, যাতে বৃষ্টির পানি নামতে পারে।
সরজমিনে দেখা যায়, এমন সরু ও অগভীর ড্রেন দিয়ে পানি নামার কোনো বাস্তব সম্ভাবনা নেই। এ বিষয়ে প্রশ্ন করলে একজন শ্রমিক অকপটে বলেন, “আমরাও জানি এই ড্রেন থাকবে না একদিনও। কিন্তু পৌরসভা থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কাজ করি, টাকা নিই।
এই ধরনের দায়িত্বহীন ও অকার্যকর প্রকল্প বাস্তবায়ন দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকাবাসীর প্রশ্ন, জনগণের ট্যাক্সের অর্থ দিয়ে এমন লোকদেখানো কাজ কি সত্যিই উন্নয়ন বলে গণ্য হয়? এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।