1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের এক শিশুর জীবন বাঁচাতে আকুল আবেদন বিমান দুর্ঘটনায় শহিদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের ফরিদগঞ্জ এলপিজি স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক পরিবার ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ- নাহিদ ইসলাম ভোটের সময় প্রতিশ্রুতি স্বাধীনতার পরে সংস্কার হয়নি ১কিঃ রাস্তা  মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

রায়পুরে এসআইডিপির পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

রায়পুর উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় ৩৮ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেছে ‘পার্টনারশিপ বেইজড অ্যাকশন ফর স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প’ (এসআইডিপি)। বুধবার দুপুরে উপজেলার পল্লী উন্নয়ন একাডেমির হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রকল্প কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অভিভাবকগণ। অনুষ্ঠানে জানানো হয়, পিছিয়ে পড়া, বেকার ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত এ কর্মসূচির আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও উপহার সামগ্রী (রেড গিফট বক্স) প্রদান করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের জন্য প্রস্তুত করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইমরান হোসেন বলেন,
“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। দক্ষতা অর্জনের মাধ্যমে তারা স্বনির্ভর হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। সরকার ও বেসরকারি উদ্যোগে পরিচালিত এসব প্রশিক্ষণ কর্মসূচি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আশার আলো হয়ে উঠেছে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রশংসা করে বক্তারা বলেন, এসআইডিপির এ ধরণের কার্যক্রম যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের পাশাপাশি সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষে ৩৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট