নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে “বাবুরহাট বালিকা বিদ্যালয়। বুধবার (২৩ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে নতুন নামফলক (সাইনবোর্ড) স্থাপন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
নতুন নামকরণের মাধ্যমে স্থানীয়ভাবে বিদ্যালয়টি নতুন পরিচয়ে পরিচিতি লাভ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।