1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের এক শিশুর জীবন বাঁচাতে আকুল আবেদন বিমান দুর্ঘটনায় শহিদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের ফরিদগঞ্জ এলপিজি স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক পরিবার ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ- নাহিদ ইসলাম ভোটের সময় প্রতিশ্রুতি স্বাধীনতার পরে সংস্কার হয়নি ১কিঃ রাস্তা  মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

মির্জাপুরে পরকীয়ার কারণে খুন- গ্রেপ্তার ২

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাস ফেরত ফিরোজ মিয়া হত্যার পেছনে ত্রিমুখী পরকীয়ার আলামত পেয়েছে পুলিশ। এই ঘটনায় প্রতিবেশী এক নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) তাদেরকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমাণ্ড আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতরা ব্যক্তিরা হলো, উপজেলার তরফপুর ইউনিয়নের মুচিরচালা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে জামিল হোসেন ওরফে সোনা মিয়া (৫৩) ও পাথালিয়া পাড়া গ্রামের প্রবাসী শাহ আলমের স্ত্রী ফিরোজা আক্তার (৪৫)।

তবে ফিরোজ হত্যার ঘটনায় তার অন্য আরেকজন প্রেমিকা ও প্রেমিকার স্বজনদের বিরুদ্ধে এজাহার দায়ের করেছিলেন নিহতের ভগ্নিপতি এবিএস ফরহাদ মোল্লা। পরে অবশ্য অজ্ঞাতনামা আসামী করে মঙ্গলবারই মামলাটি রুজু করা হয়।

গ্রেপ্তার ফিরোজা আক্তারের দেয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, ফিরোজা আক্তারের সাথে পরকীয়া সম্পর্ক ছিলো ফিরোজ মিয়া ও জামিল হোসেন ওরফে সোনা মিয়ার। সোমবার দিনগত রাতে ফিরোজের সাথে দৈহিক সম্পর্ককালীন বিষয়টি নজরে পরে তার আরেক প্রেমিক জামিল হোসেন ওরফে সোনা মিয়ার। তাদেরকে ঘরে আটকের চেষ্টা করে জামিল। ধস্তাধস্তির একপর্যায়ের ফিরোজার পেটে টেটা দিয়ে আঘাত করে জামিল। এই সুযোগে অর্ধ উলঙ্গ অবস্থায় দৌঁড়ে পালিয়ে যায় ফিরোজ মিয়া। জামিলও তার পিছু নেয়। এরপর মঙ্গলবার সকাল বেলা অর্ধ উলঙ্গ অবস্থায়ই ক্ষেতের পাশে ফিরোজের মরদেহ দেখতে পায় স্থানীয় এলাকাবাসী।
তবে কিভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা এখনো খোলাসা করতে পারেনি পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মো. জুয়েল বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা গেছে তবে কিভাবে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে তা উন্মোচন করার জন্য রিমাণ্ড আবেদন করা হয়েছে। আদালত একজনকে ২ দিন ও অপরজনকে ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন। আশা করছি পুরো বিষয়টি দ্রুতই বের হয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট