ঢাকা ২১ জুলাই রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ বহু শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা। সোমবার দুপুরে দুর্ঘটনার পর এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় প্রফেসর মোল্লা জানান, “আজ ২১ জুলাই, সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এ হৃদয়বিদারক দুর্ঘটনায় বিমানের পাইলটসহ অসংখ্য নিরীহ শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন— ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শতাধিক শিক্ষার্থী ও পথচারী গুরুতর দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই মর্মান্তিক ঘটনা গোটা জাতিকে স্তব্ধ ও ব্যথিত করে তুলেছে।”
তিনি আরও বলেন, “এই দুর্ঘটনায় যারা অকালে প্রাণ হারিয়েছেন, তারা আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ। এই অপূরণীয় ক্ষতি কোনোকিছু দিয়েই পূরণ হওয়ার নয়। আমি মহান আল্লাহর দরবারে তাদের শহীদ হিসেবে কবুল হওয়ার জন্য দোয়া করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
প্রফেসর ড.ইলিয়াস মোল্লা এ সময় ঢাকাবাসী, বিশেষ করে উত্তরার স্থানীয় বাসিন্দাদের উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানান। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহতদের সুচিকিৎসা ও জরুরি সহায়তা নিশ্চিত করার দাবি জানান।
শোকবার্তার শেষাংশে তিনি বলেন, “আমি নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি এবং থাকবো, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।