1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফরিদগঞ্জে কৃষি জমিতে বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের অরুণ মৃত্যু বাবুরহাট পৌর স্ট্যান্ডে নির্ধারিত টোলের নামে চাঁদা আদায় কাঠালিয়ায় ১২৫ জন পঞ্চম শ্রেণির ছাত্রী উপবৃত্তি না পাওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে  নারী সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে মানববন্ধন  প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে হেনস্তা ধামইরহাটে ৬টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন লক্ষ্মীপুর সদরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ওষুধ সরবরাহ নিয়ামতপুরে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ভূরুঙ্গামারীতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ লৌহজং নদীর উপর পায়েহাঁটার সেতু নির্মাণে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষের আপত্তি নেই

পাবনা ঈশ্বরদীতে বালুমহাল দখল নিতে গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ১

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে বালুমহাল দখল নিতে গুলিবর্ষণের ঘটনায় সোহান হোসেন (২৮) নামের এক রাখাল গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১২ জুলাই) উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঘাট ও ইসলামপাড়া ঘটে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গুলিবিদ্ধ সোহান মোল্লা (২৮) ঈশ্বরদীর মাজদিয়া চৌধুরীপাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে। তাকে প্রথম ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়ামারা, দৌলতপুর, লালপুরসহ বিভিন্ন এলাকার বালুমহালের নিয়ন্ত্রণ করছে লালপুরের ‘কাকন বাহিনী’। তারা ঈশ্বরদী সাঁড়া বালু ঘাট দখল নিতে একাধিকবার চেষ্টা করেন। কিন্তু এ বালুমহালের বৈধ ইজারাদার থাকায় ঘাট নিয়ন্ত্রণ নিতে তারা ব্যর্থ হন। শনিবার সকালে কাকন বাহিনী সাঁড়া ঘাটে গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হন সোহান হোসেন।

এ বিষয়ে গুলিবিদ্ধ সোহান হোসেন বলেন, ‘আমি গরুর খাস কাটছিলাম। এসময় একটা স্পিডবোট ও নৌকা নিয়ে হঠাৎ ঘাটে গুলিবর্ষণ শুরু করে। আমি তখন একটু উঁচু হয়ে দেখতে গেলে গুলি এসে আমার হাতে লাগে। আমি তখন শুয়ে পড়ি। পরে লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে।’

এ ঘটনার পরপরই ঘাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকালে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনা শুনেই আমরা ঘটনাস্থলে এসেছি। শুনেছি একজন রাখাল গুলিবিদ্ধ হয়েছেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাঁড়া ঘাটের সরকারি বৈধ ইজারাদার মেহেদী হাসান বলেন, ‘লালপুরের আওয়ামী লীগ নেতা কাকন বাহিনী দিয়ে বৈধ-অবৈধ সব বালুমহাল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা সরকারি খাতে টাকা দিয়ে বৈধভাবে বালু ব্যবসা করছি। তারা আমাদের কাছে চাঁদা চায়। দিতে অস্বীকৃতি জানালে বারবার এভাবে গুলিবর্ষণ করছে। এভাবে কি ব্যবসা করা যায়? শুধু আমরা নয়, স্থানীয় কৃষকরাও কাজ করতে পারছে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট