টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা চুরির অপবাদে ফালু মিয়া (৫০) নামে এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুচ্ছ গ্রামে। নিহত ফালু ঐ গ্রামের আবদুল জলিল মিয়ার ছেলে।
সরোজমিনে গিয়ে জানা যায়, ফালু মিয়া, জিয়ারত মৃধা নামের এক ব্যক্তির অটো ভাড়ায় চালাতেন। সম্প্রতি তার একটি অটোরিকশা চুরি হলে চুরির অভিযোগে জিয়ারতের বাড়িতে ডেকে এনে ফালুকে মারধর করা হয়। একপর্যায়ে রাতে তার মৃত্যু হয়।
পরিবার সূত্র থেকে অভিযোগ, হত্যার ঘটনা ধামাচাপা দিতে ফালুর মরদেহ ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার বলে চালানোর অপচেষ্টা চালাচ্ছে বলে,দাবি করেছে ফালুর পরিবার।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় জিয়ারতকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
নিহতের স্ত্রী বিউটি বেগম বলেন, আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীর ফাঁসি দাবি করি।
এলাকাবাসী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি বলেন, জিয়ারত মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। এর আগেও তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল, তবে অজ্ঞাত কারণে ছাড়া পেয়ে যান।
মির্জাপুর থানার (ওসি) রাশেদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আটক জিয়ারতকে জিজ্ঞাসাবাদ চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।