1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
কালাই তেলিহার-লাকাটি সড়কের বেহাল দশা, শঙ্কায় কোমলমতি শিক্ষার্থীরা রৌমারীতে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব হুমকিতে ফসলি জমি ও বসতবাড়ি জনবল সংকটে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বন্ধ অপারেশন থিয়েটার ঝালকাঠির ট্রাক চাপায় আহত পিতৃহীন অসহায় শিশুটির চিকিৎসায় এগিয়ে আসুন চাঁদপুরে কচুর লতি তুলতে গিয়ে সাপের কামড়ে বৃদ্ধ মহিলার মৃত্যু ঝালকাঠিতে দোকান থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার আটক-১ নানার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত যুবক গ্রেফতার  যুবদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের বিক্ষোভ, দুই গ্রুপের মধ্যে উক্তেজনা ধামইরহাটে যুবকের মৃতদেহ উদ্ধার টাঙ্গাইলের মধুপুরে দুর্লভ প্রজাতির বৃক্ষকেলি কদমের দেখা মিললো

কালাই তেলিহার-লাকাটি সড়কের বেহাল দশা, শঙ্কায় কোমলমতি শিক্ষার্থীরা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

জয়পুরহাট কালাই উপজেলার তেলিহার পাকার মোড় থেকে লাকাটি সীমান্ত মোড় পর্যন্ত সড়কের বেহাল দশা বর্তমানে জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটিতে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে, যা ছোট-বড় দুর্ঘটনার নিত্যনৈমিত্তিক কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হওয়ায় এই সড়কের দুরবস্থা কোমলমতি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের ঝুঁকির সৃষ্টি করছে।

সরেজমিনে দেখা যায়, তেলিহার থেকে লাকাটির মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কাঁচা রাস্তায় একটু পানিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

স্থানীয় বাসিন্দা মো: হামিদুল ইসলাম,  ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তা দিয়ে হেঁটে চলাচল করাও কঠিন, ভ্যান নিয়ে তো কথাই নেই। ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় এই রাস্তা দিয়ে, প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, “আমাদের স্কুলের বহু শিক্ষার্থী এই ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করে। বর্ষার দিনে তাদের স্কুলে আসা-যাওয়ায় সীমাহীন কষ্ট হয়। আমরা চাই দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হোক, যাতে শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে আসতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকা সত্ত্বেও রাস্তাটির সংস্কারে কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুত এই সড়কের সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী, যা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে স্বাভাবিক করবে।

কালাই উপজেলা প্রকৌশলী অফিসার বলেন, তেলিহার লাকাটির রাস্তা টেন্ডার হয়েছে। অল্প সময়ের মধ্যই কাজ শুরু হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট