1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু  কুশাখালীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: অভিযান চালিয়ে যন্ত্র বিনষ্ট ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী  গাজীপুর কাশিমপুরে ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে হুজুরকে গ্রেফতার  গাজীপুরে মুদি দোকানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ভূরুঙ্গামারীতে  অটোরিকশার চাপায় এক শিশুর মৃত্যু  নিয়ামতপুরে মারা গেলেন  বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী ধনবাড়িতে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ৩ কালাই তেলিহার-লাকাটি সড়কের বেহাল দশা, শঙ্কায় কোমলমতি শিক্ষার্থীরা রৌমারীতে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব হুমকিতে ফসলি জমি ও বসতবাড়ি

একটি কাঠের সাঁকো বদলে দিল দুই উপজেলার জীবনযাত্রা

ঝালকাঠি প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

কখনো কখনো একটি ছোট পদক্ষেপ হয়ে ওঠে একটি এলাকার মানুষের জন্য বিশাল আশীর্বাদ। যেমনটি ঘটেছে পিরোজপুরের মঠবাড়িয়া ও বরগুনার বামনা উপজেলার সীমান্তবর্তী এলাকায়।যেখানে একটি কাঠের সাঁকো গড়ে দিয়েছে জনসংযোগের নতুন সেতুবন্ধন, কেটেছে দীর্ঘদিনের দুর্ভোগ। আর এই বাস্তবতায় প্রশংসিত হচ্ছেন মঠবাড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম।

গত ২ জুলাই (বুধবার) বিকেলে উপজেলার দধিভাঙ্গা বাজার এলাকায় নির্মিত কাঠের সাঁকোটি উদ্বোধন করেন ইউএনও আব্দুল কাইয়ুম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিকিকাটা ইউনিয়নের প্রশাসক নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় বাসিন্দারা জানান, দধিভাঙ্গা বাজার ও বড়তালেশ্বর দুই পাড়ে অবস্থিত দুটি উপজেলার মধ্যে সরাসরি সংযোগ ছিল একটি পুরনো পোলের মাধ্যমে। খালের এপারে পিরোজপুরের মঠবাড়িয়া,ওপারে বরগুনার বামনা। এলাকাটির চারপাশে রয়েছে তিনটি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাদ্রাসা, তিনটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ এবং দুটি বাজার। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও স্থানীয় মানুষ এ পথে চলাচল করে থাকেন।

তবে দুর্ভোগের সূচনা ঘটে গত বছর, যখন একটি নতুন সেতু নির্মাণের লক্ষ্যে পুরনো পোলটি ভেঙে ফেলা হয়। কিন্তু নির্মাণ কাজ মাঝপথেই থেমে যায়, আর নির্মাণাধীন সেতু পরিণত হয় জনদুর্ভোগের প্রতীক হিসেবে। বিকল্প কোনো পারাপার না থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে দাঁড়ায়।

এই প্রেক্ষাপটে, স্থানীয় যুব সমাজ এগিয়ে আসে এবং ইউএনও’র সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধানে একটি অস্থায়ী কাঠের সাঁকো নির্মাণের প্রস্তাব দেয়। ইউএনও আব্দুল কাইয়ুম তাদেরকে উৎসাহিত করেন এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন। তার সহযোগিতা ও তদারকিতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মিত হয় কাঠের সাঁকোটি।

স্থানীয় কলেজছাত্রী শারমিন আক্তার বলেন,আগে প্রতিদিন খাল পাড়ি দিতে অনেক কষ্ট হতো। বিশেষ করে বর্ষাকালে হাঁটুপানি দিয়ে যাওয়া লাগতো। এখন এই সাঁকো দিয়ে অনায়াসে যাওয়া যাবে।

অন্যদিকে বাজারের ব্যবসায়ী হানিফ মোল্লা বলেন,সেতু নির্মাণ বন্ধ থাকায় বাজারে মালামাল আনতে খুব কষ্ট হতো। এই সাঁকো অনেকটা প্রাণ ফিরিয়ে এনেছে। আমরা ইউএনও সাহেবের কাছে কৃতজ্ঞ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও আব্দুল কাইয়ুম বলেন,
এটি নিঃসন্দেহে একটি দৃষ্টান্ত। এটি শুধু এই এলাকার মানুষের জন্য নয়।যারা জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করেন, তাদের জন্যও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা অনেক সময় যেখানে ১০ টাকার প্রয়োজন, সেখানে ৫০ টাকা ব্যয় করেও কাঙ্ক্ষিত কাজটা করি না। কিন্তু এই সাঁকো দেখিয়ে দিয়েছে সঠিক সময়ে, সঠিক প্রয়োজনে,সঠিক উদ্যোগ নিলেই সমস্যার সমাধান সম্ভব।

তিনি আরও বলেন,এই কাজে যারা মেধা, শ্রম ও সময় দিয়েছেন, আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই সাঁকো নির্মাণে যত টাকা খরচ হয়েছে, তা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। জনগণের দুর্ভোগ লাঘবে আপনাদের নিষ্ঠা আমাকে ঋণী করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট