কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের রাজনৈতিক ব্যক্তিগত সহকারী (পিএস) ও চাচাত ভাই মো. রাশেদুল ইসলাম রাশেদ (৪৫) গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার পিটিআই এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশের একটি চৌকস দল গ্রেফতার রাশেদ কুড়িগ্রামের রৌমারী থানার মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।ডিবি জানায়, রাশেদুল ইসলাম রাশেদের বিরুদ্ধে অতীতে বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগ রয়েছে।
তিনি সাবেক সরকারের সময়কালীন প্রভাবশালী প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং রাজনৈতিক পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।আটককৃত রাশেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ