1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের এক শিশুর জীবন বাঁচাতে আকুল আবেদন বিমান দুর্ঘটনায় শহিদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের ফরিদগঞ্জ এলপিজি স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক পরিবার ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ- নাহিদ ইসলাম ভোটের সময় প্রতিশ্রুতি স্বাধীনতার পরে সংস্কার হয়নি ১কিঃ রাস্তা  মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফরিদগঞ্জে প্রবাসী স্বামীর ২৩ লাখ টাকার আসবাবপত্র নিয়ে উধাও স্ত্রী

ফরিদগঞ্জ প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে প্রবাসী স্বামীর ২৩ লাখ টাকার আসবাবপত্র নিয়ে উধাও স্ত্রী ফরিদগঞ্জের লোহাগড়ে প্রবাসী স্বামীর ২৩ লাখ টাকার আসবাবপত্র চুরি করে পালিয়েছে স্ত্রী তাছমিয়া আক্তার ইভা।

জানা যায়, লোহাগড় গ্রামের মো. শফিক বেপারীর একমাত্র প্রবাসী ছেলে ইয়াসিন হোসেন সুজনের সাথে দক্ষিণ পাইকপাড়া পালতালুক গ্রামের নোয়াব আলী মুন্সি বাড়ির (বর্তমানে দোলন চাঁপা ভিলা, প্লট নং ১৩০৬৮, দক্ষিণ খান, উত্তরা, ঢাকা) আ. কুদ্দুসের মেয়ে তাছমি আক্তার ইভার শরীয়ত মোতাবেক বিবাহ হয়। বিয়ের ৩ মাস পর ইয়াসিন হোসেন সুজন বিদেশে চলে যান।

ইভার চাচা স্থানীয় দক্ষিণ পাইকপাড়া ইউনিয়নের গাজীপুর পালতালুকের যুবলীগ নেতা এবং রড সিমেন্ট ব্যবসায়ী। তিনি ভাতিজি জামাতা ইয়াসিনের কাছ থেকে ৫ লাখ টাকা নেন রড সিমেন্ট দিবেন বলে। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে টাকা দেয়াতো দূরের কথা, ইট-বালুও দেন নি। ইভার সম্পর্কের চাচা স্বপন প্রভাব বিস্তার করে টাকা না দেয়ার জন্যে।

তার ভদ্রতার আড়ালে রয়েছে মাদকাসক্তি। স্বপন লোভী প্রকৃতির, সে তার ভাতিজিকে দিয়ে কাবিন-বাণিজ্য করে। ইভার বড়ো বোন তাহসিনা আক্তার ইকরাকেও একই কায়দায় আবদুল কাদের মোল্লা কলেজের প্রভাষকের কাছ থেকে তালাক নিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয় বলে জানা যায়। একই কায়দায় ইয়াসিন হোসেন সুজনের নিকট হতে ১২ লাখ টাকা দাবি করে। এমনকি ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দেয়।

প্রবাসী ইয়াসিনের স্ত্রী ইভা একজন টিকটকার। তার সাথে রয়েছে অন্য ছেলের পরকীয়া সম্পর্ক। যার ফলে সে তার শ্বশুর বাড়িতে বেশি না থেকে বাবার বাড়িতে থাকাটা পছন্দ করে। ইভা বিভিন্ন টালবাহানা করে স্বামীর কাছ থেকে নানা অজুহাত দিয়ে টাকা নিয়ে পরকীয়া প্রেমিককে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। এসব জানার পর প্রবাসী স্বামী স্ত্রীকে নিষেধ করলে তা কাল হয়ে দাঁড়ায়। ইভার মা দুষ্ট প্রকৃতির বললেই চলে। তার মাকে এসব কিছু জানালে তারা কোনো কর্ণপাত করেনি।

গত সোমবার (২৩ জুন) ইভার স্বামীর পাঠানো টাকা, গরু বিক্রির ৬ লাখ ৪০ হাজার টাকা এবং স্বামীর দেয়া ও স্বামীর বোনেরসহ ১০ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা) চুরি করে তার বাবার বাড়িতে চলে যায়।

এ বিষয়ে তার বাবার পরিবারকে জানালেও তারা উল্টো হুমকি দেয়। এ নিয়ে ইয়াসিনের পিতা শফিক বেপারী তার ছেলের বউসহ ৫ জনকে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে প্রবাসী ইয়াসিন হোসেন সুজন বলেন, সোমবার (২৩ জুন) আমার বোনের অপারেশন করতে গেলে আমার বাবা-মা আমার স্ত্রীকে বাড়িতে রেখে যান। এ সুবাদে রাতের আঁধারে সব কিছু চুরি করে পালিয়ে যায়। আমি বিদেশে আসার পর আমার স্ত্রীর অপকর্ম প্রকাশ হলে তার পরিবারকে জানালে উল্টো মামলা দিয়ে ফাঁসিয়ে দিবে বলে হুমকি দেয়। তার মা আর চাচা স্বপন দুষ্ট প্রকৃতির লোক। তাদের যোগসাজশে আমাকে সর্বহারা করে দেয়। আমি একজন প্রবাসী হয়ে দেশ ও জাতির কাছে তার উপযুক্ত বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট