1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

ফরিদগঞ্জে গাঁজা গাছ উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে 

ফরিদগঞ্জ প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে গাঁজা গাছ উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। ২৬ জুন দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে একটি বাড়ি থেকে গাঁজা গাছ জব্দ করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ সূত্র।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট বাড়ির মালিক বা সন্দেহভাজন ব্যক্তিকে ঘরে পাওয়া যায়নি। অভিযানে কতগুলো গাঁজা গাছ উদ্ধার হয়েছে এবং বাড়িটি কার – এসব তথ্য যাচাই-বাছাই শেষে পরে জানানো হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

আইনগত দিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা যৌথ বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করার দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট