1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

বিরামপুরে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুরে আজ শুক্রবার (২৭ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন কর হয়েছে। বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এদিন বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন ও সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল,পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু,জেলা বিএনপি’র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার ও তোছাদ্দেক হোসেন তোছা সহ উপজেলা,পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি জনগণের দল,জনগণই বিএনপি’র শক্তি। বিরামপুরে বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে আজ হতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির কার্যক্রম শুরু করা হলো।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট