1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

নিয়ামতপুরে রথযাত্রা অনুষ্ঠিত

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে  হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা শুক্রবার (২৭ জুন)  শুরু হয়েছে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎ​সব শুরু হয়। শেষ হবে আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে।

হিন্দুধর্মমত ও রীতি অনুসারে অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা—এই ত্রিমূর্তিধারীর রথ টেনে নিয়ে যাওয়া হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

গতকাল উপজেলার ভাবিচা গ্রামের আনন্দবাজারে   গিয়ে দেখা, বেলা ১২ টায় জগন্নাথের পূজা অনুষ্ঠিত হয়। পূজার পরপরই এরপর রথযাত্রা শুরু হয়। রথযাত্রা উৎসবে আসা  নর-নারী রথের রশি টেনে নিয়ে যাচ্ছেন। সঙ্গে চলছে হরিনাম সংকীর্তন। এসময় নারীরা উলুধ্বনি দেন।

রথযাত্রা উৎসব কমিটির সভাপতি বীরেন্দ্রনাথ প্রামানিক বলেন, আজকে রথযাত্রা শেষে সন্ধ্যায় রথ ভাবিচা সার্বজনীন কালীমন্দিরে রাখা হবে। সেখানে নয় দিন অবস্থানের পর আগামী শানিবার (৫ জুলাই) পুনরায়  আনন্দবাজারে আনা হবে উল্টো রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট