1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

ময়মনসিংহের পর্নোগ্রাফি মামলায় ঝালকাঠির যুবক গ্রেফতার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের পাগলা থানায় দায়ের করা একটি পর্নোগ্রাফি মামলার ঝালকাঠির লোকমান হোসেন হৃদয় ওরফে রাফানকে (২৫) নামে এক যুবক গ্রেফতার।

গ্রেপ্তারকৃত লোকমান ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের দিবাকরকাঠি গ্রামের বাসিন্দা। তাকে ঝালকাঠির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। বুধবার (২৫ জুন) দিবাগত রাতে গ্রেপ্তারের পরে তাঁকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে একপর্যায়ে অভিযুক্ত যুবক ওই ছাত্রীকে ভিডিও কলে আপত্তিকর ভিডিও ধারণ করেন। সেই ভিডিও লোকমান তাঁর বন্ধুর কাছে পাঠান। এরপর তাঁরা দুজন মিলে ছাত্রীকে ব্ল্যাকমেল করেন এবং চার লাখ টাকা দাবি করেন, না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ওই ছাত্রী ঘটনাটি তার মাকে জানালে তাঁরা অভিযুক্তদের কাছে ভিডিও মুছে ফেলার অনুরোধ করেন। কিন্তু টাকা না দিলে ভিডিও মুছবে না বলে জানান।

র‍্যাব সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠিতে অভিযুক্তের অবস্থানের তথ্য নিশ্চিত হওয়ার পর ২৫ জুন র‍্যাব-৮-এর সহযোগিতা চেয়ে চিঠি পাঠান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ময়মনসিংহের পাগলা থানায় দায়ের করা মামলার দ্বিতীয় আসামিকে র‍্যাব-৮ গ্রেপ্তার করে রাতে থানায় হস্তান্তর করেছে। যেহেতু মামলাটি পাগলা থানায় করা হয়েছে, তাই ওখানকার থানা-পুলিশ তাকে নেওয়ার জন্য ঝালকাঠির উদ্দেশে রওনা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট