1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

জয়পুরহাট কালাইয়ে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মোস্তফার শো-ডাউন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল)  আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফার নেতৃত্বে বিশাল শো-ডাউন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কালাই পৌরশহরে এই শো-ডাউন করা হয়।

জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের গোলাম মোস্তফা সমর্থিত বিপুল সংখ্যক নেতা-কর্মীরা শো-ডাউনে অংশ নেন। ওই শো-ডাউন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়। পরে কালাই বাসষ্ট্যান্ডে জয়পুরহাট জেলা বিএনপি’র সদস্য আনিছুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, অ্যাডভোকেট হারুনুর রশীদ হারুন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও এপিপি, বিএনপি নেতা আব্দুস সবুর,মামুনুর রশিদ,যুবদল নেতা ইফতাদুল হক,শামিম তালুকদার ,মোজাফফর তালুকদার, আব্দুর রাজ্জাক মন্ডল, নুরজাহান হ্যাপি জেলা মহিলা দল, রাইসুল আলম রিপন সাধারণ সম্পাদক,জয়পুরহাট জেলা ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইঞ্জিয়ার গোলাম মোস্তফা বলেন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আমাকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। আপনারা  আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য বানিয়েছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইব। আপনারা আমার পাশে থাকবেন। যদি অতীতে কোন ভুল-ক্রুটি করে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট