1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
অভিভাবক সমাবেশ ও ষষ্ঠ শ্রেণীর অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পাবনায় দিনদুপুরে যুবককে অপহরণ করে ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায় ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির বিজয় মিছিল তালতলীতে গণঅভ্যুত্থান দিবসে বিএনপি’র বিজয় মিছিল ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিএনপির  অঙ্গ সংগঠনের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন ফরিদগঞ্জে কাজুরিয়ার এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু মির্জাপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল নিয়ামতপুরে বজ্রপাত থেকে বাঁচতে গণসচেতনতা ও লিফলেট বিতরণ

কাশিমপুরে সরকারী জমীতে প্রাচীন নির্মাণ,জবরদখল উচ্ছেদে ব্যর্থ বন বিভাগ

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুরে বন বিভাগের জমিতে অবৈধভাবে জবরদখলের অভিযোগ উঠেছে বিগ বস নামের একটি কারখানার বিরুদ্ধে।

স্হানীয় এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে একটি প্রভাবশালী মহল বনভূমির মহা-মূল্যবান সম্পত্তি দখল করে নিয়েছে।দ্রুত উদ্ধারের ব্যবস্থা করে বনায়ন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে,গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জ আওতাধীন কাশিমপুর বনবিটের গোবিন্দবাড়ী মৌজার গোবিন্দবাড়ী নীলারটেক এলাকায় সংরক্ষিত বনভূমির সি.এস দাগ- ৪২০ দাগে বনায়নকৃত বাগানের রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত উপকারভোগী কুদ্দুস মিয়ার বাগানের পশ্চিমাংশের জমিতে কোন প্রকার ডিমারকেশন ছাড়াই বনভূমির জমি জবরদখল করে গড়ে তোলা হয়েছে বিশাল আকৃতির সুউচ্চ সীমানা প্রাচীর।

মূল্যবান এ জমি বেহাত হলেও জবরদখল ঠেকাতে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি বন বিভাগ।

স্থানীয় রুকাইয়া বেগম জানান, বন বিভাগের ওই জমি দখল করে বিগ বস কারখানার কর্তৃপক্ষরা, বিগত কিছুদিন আগে ফ্যাক্টরি নির্মাণের পাশাপাশি বনভূমির বনায়নকৃত বাগানের পশ্চিম অংশের জমি দখল করে সীমানা নির্মাণ করতে থাকে।

এসময় বিষয়টি স্থানীয় বিট অফিস জানতে পারলে, তারা ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেয়।কিন্তু কয়েকদিন যেতে না যেতেই অদৃশ্য শক্তির বলে।তারা ফের সীমানা প্রাচীন নির্মাণ কাজ করতে থাকেন।

আর এভাবেই বনভূমির জমিতে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে।এছাড়াও বন কর্মকর্তাদের যোগসাজশে এসব মূল্যবান জমি বেহাত হচ্ছে বলে অভিযোগ করছেন তারা।

এদিকে বিগ বস কারখানার এডমিন ম্যানেজার হাবিবুর রহমান হাবিবের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তার মোবাইল ফোনটি রিসিভ করেননি।

জবরদখলের বিষয়ে গাজীপুরের সহকারী বনসংরক্ষক ও কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা শাহিদুল হাসান শাকিল জানান,আপনি অনেক ভাল কাজ করতেছেন।

বনভূমির জমি জবরদখলের বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি, যেহেতু আপনি বিষয়গুলো আমাদের নজর আনতেছেন।এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অতি দ্রুত সময়ের মধ্যেই জবরদখলকৃত জমিতে উচ্ছেদ অভিযান চালানো হবে।

তবে এক বন কর্মকর্তা বলেন, সংরক্ষিত বনের ক্ষয়ক্ষতি করে ফ্যাক্টরির সীমানা প্রাচীর নির্মাণের সুযোগ করে দেওয়ায় বন ও প্রাকৃতিক পরিবেশের বড় ক্ষতিসাধন হয়েছে।ভবিষ্যতে ক্ষতি আরো বাড়বে।তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট