1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
অভিভাবক সমাবেশ ও ষষ্ঠ শ্রেণীর অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পাবনায় দিনদুপুরে যুবককে অপহরণ করে ৭০ হাজার টাকা মুক্তিপণ আদায় ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিএনপির বিজয় মিছিল তালতলীতে গণঅভ্যুত্থান দিবসে বিএনপি’র বিজয় মিছিল ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বিএনপির  অঙ্গ সংগঠনের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন ফরিদগঞ্জে কাজুরিয়ার এক যুবক বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু মির্জাপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল নিয়ামতপুরে বজ্রপাত থেকে বাঁচতে গণসচেতনতা ও লিফলেট বিতরণ

নিয়ামতপুরে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে   চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।
গতকাল সোমবার (১৬ জুন) রাত সাড়ে নয়টায় রাজশাহী জেলার মোহনপুর উপজেলার।

কেশরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. শরীফুল ইসলাম (৪৫)। বাবার নাম মৃত তাছের আলী। বাড়ি বুধুরিয়া (ডাঙ্গাপাড়া) গ্রামে। মঙ্গলবার  (১৭ জুন) র‌্যাব-৫ এর  পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ এপ্রিল
নওগাঁর  নিয়ামতপুর  উপজেলার বুধুরিয়া (ডাঙ্গাপাড়া) গ্রামে বাড়ীর ভিটায় মেহগনী গাছ কাটাকে কেন্দ্র করে নিহত ভিকটিম মো. শরীফুল ইসলাম ও আজিজুল হক এর পরিবারের সঙ্গে  এজাহারে বর্ণিত বিবাদীগণের সঙ্গে দ্বন্দ্বের জেরে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে পরের দিন  সকাল ১০ টার দিকে  গ্রামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর উক্ত নিহত ভিকটিমদ্বয় পৌছালে এজাহারে বর্ণিত আসামিগণ দলবদ্ধ হয়ে তাদের হাতে থাকা হাঁসুয়া, বল্লম, কুড়াল, ছুরি, বাঁশের লাঠি, লোহার রড, শাবল, দা দিয়ে রক্তাক্ত জখম করে নিহত ভিকটিম শরীফুল ইসলামকে ঘটনাস্থলেই হত্যা করে এবং অপর নিহত ভিকটিম আজিজুল হক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ও দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচার হয়। এই ঘটনায় নিয়ামতপুর থানায় ভিকটিম এর স্ত্রী বাদী হয়ে ৬১ জন এজাহারনামীয় এবং ১০-১৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে। উক্ত ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেপ্তারের  জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে এজাহারনামীয় পলাতক আসামী মো. শরীফুল ইসলামকে  গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট