1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধে ১৪ কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ বিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সম্মাননা প্রদান সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নিয়ামতপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন সাংবাদিক আনোয়ার এর উপরে হামলা ও তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে কাশিমপুরে মানববন্ধন তুহিন হত্যার প্রতিবাদে ধামইরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  ধামইরহাটে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল ছাত্র শিবির  ধামইরহাটে ফের ১৪ বাংলাদেশীকে পুশইন করলো বিএসএফ

লক্ষ্মীপুরে ইজারার নামে চাঁদাবাজি, ভোগান্তিতে সাধারণ মানুষ

রায়পুর(লক্ষীপুর)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ সীমান্তে অবস্থিত শহর আলী মোড় ও চরবৌরভী এলাকায় ‘ইজারা’র নামে চলছে প্রকাশ্য চাঁদাবাজি। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি প্রভাবশালী মহল নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন বাজারঘাট, খেয়াঘাট ও যানবাহন চলাচলকারী স্থান থেকে জোরপূর্বক টাকা আদায় করছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী, যাত্রী এবং সাধারণ মানুষ।

স্থানীয়দের দাবি, “ইজারা” নামের দোহাই দিয়ে প্রভাবশালীরা প্রতিদিন হাজার হাজার টাকা অবৈধভাবে উত্তোলন করছে। বিশেষ করে মালবাহী যানবাহন, ভ্যান-রিকশা, এমনকি সাধারণ কৃষিপণ্য নিয়ে আসা লোকজনদের কাছ থেকেও টাকা আদায় করা হচ্ছে। অনেকে বাধা দিলে হুমকি ধামকির শিকার হচ্ছেন বলে জানা গেছে।

একজন স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন,

“প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চাঁদাবাজরা সক্রিয় থাকে। কেউ টাকা না দিলে পণ্য নামাতে দেওয়া হয় না। আমরা বাধ্য হয়েই টাকা দিচ্ছি, কিন্তু এতে আমাদের লাভের অংশ কমে যাচ্ছে।”
আরেকজন কৃষক বলেন,
“খেত থেকে সবজি এনে বাজারে বিক্রি করতে গেলে মাঝপথে কয়েক জায়গায় ‘ইজারা’র নামে টাকা চায়। এটা খুবই অন্যায়। সরকার কি জানে না এসব কীভাবে চলছে।

এ ব্যাপারে রায়পুর উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

এলাকার সচেতন নাগরিকরা বলছেন, সরকারের নির্ধারিত নিয়ম অনুসরণ না করে এভাবে জনসাধারণকে জিম্মি করে রাখা হচ্ছে। তারা স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট