1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধে ১৪ কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ বিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সম্মাননা প্রদান সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নিয়ামতপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন সাংবাদিক আনোয়ার এর উপরে হামলা ও তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে কাশিমপুরে মানববন্ধন তুহিন হত্যার প্রতিবাদে ধামইরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  ধামইরহাটে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল ছাত্র শিবির  ধামইরহাটে ফের ১৪ বাংলাদেশীকে পুশইন করলো বিএসএফ

সরকারি জমিতে অবৈধ পশুর হাট ইজারাদারকে কারণ দর্শানোর নোটিশ

সাভার প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ইজারার শর্ত ভঙ্গ করে ঢাকার সাভার পৌর এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া

গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে জেলা প্রশাসন থেকে রোববার অবৈধ হাট উচ্ছেদের নির্দেশ দেওয়া হয় । এর আগে পৌরসভার পক্ষ থেকে ইজারাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

সাভার পৌরসভা সূত্রে জানা গেছে, কোরবানির পশু কেনা-বেচার জন্য এ বছর সাভার পৌর এলাকায় একটি হাটের ইজারা দেওয়া হয়েছে। আতিকুর রহমান রাজু নামে এক ব্যক্তি ১ কোটি ৬ লাখ টাকায় হাটের ইজারা পেয়েছেন।

ইজারার শর্ত অনুযায়ী পৌর এলাকার গেন্ডা বালুর মাঠে হাট বসানোর কথা। কিন্তু ইজারাদার গেন্ডায় হাট না বসিয়ে হাট বসিয়েছেন পৌরসভার রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাংলাদেশ বেতারের জমিতে। এজন্য বাংলাদেশ বেতারের কর্মকর্তা কর্মচারীদের আবাসিক এলাকার একটি প্রাচীর ভেঙ্গে ফেলা হয়েছে।

জানতে চাইলে ইজারাদারের পক্ষ থেকে বলা হয়, পৌরসভার গেন্ডা এলাকায় যে বালুর মাঠে হাট বসানোর কথা বলা হয়েছে তা একজন আওয়ামী লীগ নেতার জমি। এ কারণে ওই বালুর মাঠে হাট না বসিয়ে রেডিও কলোনি এলাকায় বাংলাদেশ বেতারের জমিতে স্থানান্তর করা হয়েছে। তবে বেতাররের পক্ষ থেকে অনুমতি নেওয়ার দাবি করলেও কোন কাগজ দেখাতে পারেনি।

সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক আবুবকর সরকার বলেন, নির্ধারিত জায়গার পরিবর্তে অন্য জায়গায় অবৈধভাবে পশুর হাঁট বসানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে শনিবার ইজারাদার আতিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।  তাঁরা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এর কারণে ঢাকার জেলা প্রশাসক অবৈধ হাটটি উচ্ছেদের নির্দেশ দিয়েছেন।

ইউএনও আবুবকর সরকার আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী রোববার অবৈধ হাঁটটি অপসারণের সকল প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ইজারাদাড়ের পক্ষ থেকে পরিবর্তিত স্থানে হাট বসানোর অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অবৈধ হাট উচ্ছেদের জন্য আমার কাছে আবেদন করা হয়। পাল্টাপাল্টি আবেদনের কারণে উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছে। জেলা প্রশাসকের চূড়ান্ত সিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট