1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে ৬০ ড্রাম পাম অয়েলসহ ট্রাক ছিনতাই

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে ১৭ লাখ ৫০ হাজার টাকার ৬০ ড্রাম পাম অয়েলসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের চরপাড়া বাইপাস সংলগ্ন এলাকা থেকে ছিনতাইকারীরা তেলভর্তি ট্রাকটি ছিনতাই করে।

ট্রাকের চালক আলামিন বলেন, চট্রগ্রাম থেকে বগুড়া যাওয়ার সময় চরপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে একটি জ্যাক গাড়ি দিয়ে আমাদের গতিরোধ করে। এসময় অজ্ঞাতনামা ৭-৮ জন আমাকে এবং আমার হেলপারের হাত, পা ও মুখ বেঁধে মহাসড়কের ডুবাইল এলাকায় ফেলে রাখে। পরে মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ এসে আমাদের উদ্ধার করেন।

ট্রাকের মালিক বলেন, বৃহস্পতিবার বিকেলে চট্রগ্রামের মিল্লাত ট্রান্সপোর্ট থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬০ ড্রাম পাম অয়েলসহ (ঢাকা-মেট্রো-ট-২৪-৪৮২৯) ট্রাকে ভর্তি করে বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশে রওনা করেন। রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস ওভারব্রিজে উঠতে চালক গাড়িটি স্লো করেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী একটি জ্যাক গাড়ি নিয়ে তেলভর্তি ট্রাকটির গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা তেলভর্তি ট্রাকের দুই পাশের গ্লাস ভেঙে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের জ্যাক গাড়িতে উঠিয়ে টাঙ্গাইলের দিকে যাত্রা করেন।

অন্য ছিনতাইকারীরা তেলভর্তি ট্রাক নিয়ে চম্পট দেয়। ছিনতাইকারীরা চালক ও হেলপারকে মারপিট করে মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল নামক স্থানে ফেলে রাখে। রাত ৪টার দিকে মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করেন।

ট্রাকের চালক নওগাঁ সদরের আলাউদ্দিনের ছেলে আলআমিন ও হেলপার একই এলাকার বাবু মিয়ার ছেলে টিটু প্রাথমিক চিকিৎসা শেষে মির্জাপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবস মো. আদিবুল ইসলাম বলেন, রাতে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের কয়েকটি টিম কাজ করছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট