কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম আঙ্গাতী পাড়ায় বজ্রপাতে দুই শিশুসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল রবিবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ শুরু হওয়া বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় কয়েকজন ব্যক্তি মাঠের পাশে অবস্থান করছিলেন। বজ্রপাত শুরু হলে তারা আকস্মিক বিদ্যুৎ চমক ও বজ্রাঘাতে আক্রান্ত হন।
আহতরা হলেন: মাহমুদুল হাসান কামরুল (৩০) সুমাইয়া খাতুন (১৪) সুখজান (৪৫)মাসরুল ইসলাম (৫) মুহিববুল্লাহ (২৭) সাগর আলী (২০)
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাথরডুবি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আব্বাস আলী। তিনি বলেন, “ঘটনার পরপরই সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বজ্রপাতের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঝড়-বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন।