1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ৩

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলার চৌরা সমাসপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবরের ৪ ভাই সহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার (৯ মে) দুপুরে চৌরা সমাসপুর এলাকার মৃত নজিবুর রহমানের ছেলে নাসির উদ্দীন বাদী হয়ে বিস্ফোরক আইনে এ মামলা করেন। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, মামলায় ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর এলাকায় মৃত নাসির উদ্দীনের মাটির বাড়ির দোতলায় ৪-৫ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি।

মামলার বিবরণে জানা গেছে, চৌরা সমাসপুর এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হত্যা ও আতংক তৈরির লক্ষ্যে ককটেল বিস্ফোরণের ঘটনো হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মাঝে চাপা আতংক বিরাজ করছে।

ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) জাকির হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি হাবিবুর রহমান বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট