সবসময় আপনার পাশে এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে দ্রুত ও নিরাপদে পণ্য পৌঁছে দিতে পিকআপ ও ডেলিভারি কার্যক্রম একযোগে সারা দেশের ৪৯৫ টি উপজেলার মধ্যে জয়পুরহাটের কালাইয়ে স্পীডফাষ্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড কালাই হাব অফিসের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেল ৫ টায় কালাই উপজেলা ১নং গেটের সামনে এ হাব অফিসের উদ্বোধন করেন কালাই মাদ্রাসার অধ্যক্ষ মুফতী সাহেব আলী।
এ সময় উপস্থিত ছিলেন, কালাই প্রেসক্লাবের সভাপতি সেলিম সরোয়ার শিপন, সাধারণ সম্পাদক নাফিৎজ্জামান তালুকদার ডলার, সহ-সাধারন সম্পাদক আব্দুন নুর নাহিদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান নয়ন, এনটিভি অনলাইন সাংবাদিক সজিবুল ইসলাম পাভেল, সাংবাদিক জাহিদ হোসেন, আব্দুল হাই, সমাজ সেবক মোহাম্মদ আলী জিন্নাহ, ব্যবসায়ী তাজুল ইসলাম, রাজিব হোসেন প্রমুখ।
উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্পীডফাস্ট কুরিয়ার লিমিটেডের অংশীদার মিজানুর রহমান জানিয়েছেন, স্পীডফাষ্ট কুরিয়ারটি দেশের শিক্ষিত তরুণ উদ্যোক্তাদের নিয়ে পরিচালিত। শিক্ষিত বেকারদেরকে কাজে লাগিয়ে কুরিয়ার ব্যবসায় একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায় স্পীডফাষ্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড। এজন্য উপস্থিত সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।