শুধু তাই নয় ১১ হাজার ভোল্টেজ এর বিদ্যুতের খুঁটি আগুনে পুড়িয়ে দিয়েছে এই ওসমান গনি, সড়ক বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে সরকারের সম্পত্তি ভোগ করছেন এই ওসমান গনি।
বিগত ১৩ বছর যাবত মানিকগঞ্জ সড়ক জনপথ শাখার নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে চক্রবর্তী এলাকায় ময়লার বাগার পাশে তুলে পাহাড় তৈরি করেছেন ওসমান গনি, আশেপাশে অনেক ফ্যাক্টরি রয়েছে এবং কি রাস্তার 2পাশ দিয়ে হাজারো শ্রমিক যাতায়াত করে এতে করে দূষিত হচ্ছে আশেপাশের এলাকা এমনকি পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পথযাত্রী মেল ফ্যাক্টরির শ্রমিকেরা।
সকাল থেকে রাত পর্যন্ত আগুন জ্বালিয়ে ধোয়ায় আচ্ছন্ন রেখেছে এলাকার চতুর্পাশ। রাস্তায় চলাচল রত যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্গন্ধ এবং দুর্বক। এক চুলও টনক নড়ছে না প্রশাসন যেন তার হাতেই জিম্মি সবাই ।
আশুলিয়া ,নবীনগর ,বাইপেল ,জিরানি ,কাশিমপুর, ভবানীপুর , পানিসাইল,অত্র এলাকার যৌথ করে বর্জ নিয়ে এসে তৈরি করছেন পাহাড়। প্রতিবেশী এবং পথচারীদের অতিষ্ঠ করে তুলছেন দিনদিন তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে সেখানেই তার প্রতিঘাত পেতে হয়।
ওসমান গনি এ যেন সর্ব ক্ষমতার অধিকারী তার ভাষ্যমতে পাওয়া যায় ।এক কথায় প্রকাশ করে সে প্রশাসন ক্ষমতায় তিন বছর আমি ওসমান গনি আজীবন থাকবো কেউ আমার ছিঁড়তে পারবে না।ঠিক এমনটাই দেখা যাচ্ছে গাজীপুর জেলার প্রশাসন থেকে সড়ক বিভাগের প্রশাসন পর্যন্ত চোখ বন্ধ করে রেখেছে ।কোন কিছুতেই কিছু হচ্ছে না তার এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে অত্যাচারে।
দিন দিন তার ব্যবহার হিংস্র হয়ে যাচ্ছে কাউকে তোয়াক্কা করছেন না এমনকি প্রশাসনের গুটি কয়েকজনকে তার হাতের মুঠোয় রেখে দলীয় কিছু লোকের ক্ষমতায় তার রাম রাজত্ব কায়েম করে যাচ্ছেন এর দুর্ভোগ হচ্ছে জনসাধারণের এবং গাজীপুর সিটি কর্পোরেশন হারাচ্ছে একটি বড় রাজস্ব টেন্ডার।