1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে তারুণ্যের উৎসব কর্মসূচীতে  ফলজ ও বনজ গাছের চারা বিতরণ  পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক-১৪  নিয়ামতপুরে বিএনপি নেতার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল রায়পুরে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা  তালতলীতে বিএনপি’র অফিস আওয়ামীলীগের দখলে রাজাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের এক শিশুর জীবন বাঁচাতে আকুল আবেদন বিমান দুর্ঘটনায় শহিদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের ফরিদগঞ্জ এলপিজি স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক পরিবার

মনপুরায় অসহায় বৃদ্ধের জমি দখল করে নেয় মানবাধিকারকর্মী তামজীদ 

মনপুরা(ভোলা)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

ভূমি আইন পাস “দলিল যার জমি তার” তা উপেক্ষা করে ক্ষমতার দাপটে মনপুরা  উপজেলার ১ নং মনপুরা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড এর  অসহায় পরিবারের এওয়াজ বদলকৃত ও পৈত্রিক শত বছরের ভোগদখলীয় জমি দখলের পায়তারা চালাচ্ছে প্রভাবশালী মানবাধিকার কর্মী তামজিদ হোসেন সাদ্দাম  বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মনপুরা  উপজেলার ১ নং মনপুরা  ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর কাউয়ারটেক গ্রামের মৃত রাজামিয়ার  ছেলে মোঃ মাবুবুল হক  , জে-এল নং ৫৯  কুলাগাজী এসএ নং ৩৪৯৭খতিয়ানের এসএ ৪৫৪ ও ২৪১ নং দাগে এওয়াজ মূলে  দলিল ও পৈত্রিক সুত্রে ৩৪ শতাংশ জমির মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। উক্ত জমি একের পর এক বিভিন্ন ফন্দি করে ক্ষমতার দাপটে জোরপূর্বক দখলের পায়তারা চালায় ওই এলাকার প্রভাবশালী মানবাধিকার কর্মী  তামজিদ হোসেন সাদ্দাম।

এ ব্যাপারে ভুক্তভোগী মাহবুবুল হক জানান, বাগান বাড়ির পাসে একই দাগের দুই জনের জমি অতঃপর আমি স্বপন চন্দ্র দাস  এর কাছ থেকে ৪ শতাংশ জমি এওয়াজ বদল করে নেই, এরপর  তামজিদ হোসেন সাদ্দাম জোর করে আমার  এওয়াজকৃত জায়গায় একটি ঘর করলে আমি স্থানীয় লোকমান মেম্বার, রাজিব চৌধুরী সহ গণ্যমান্যদের জানালে তারা এসে তামজিদকে ঘর করতে বাধা প্রধান করে। স্থানীয় মেম্বার এবং প্রভাবশালী দের কথা উপেক্ষা করে তামজিদ আমার এওয়াজবদলের জায়গায় ঘর উত্তলন করে।

তিনি আরো বলেন, এই তামজিদ হোসেন সাদ্দাম মনপুরা ইসলামি ব্যাংক হাজীরহাট সাখার একজন কর্মরত অফিসার এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন এর সাধারণ সম্পাদক তামজিদ কে নিয়ে  এলাকায় একাধিকবার শালিস বৈঠক হয় এবং শালিসির রায় মানেননা। সে আইন কানুনকে তোয়াক্কা করে না।

তামজিদ হোসেন সাদ্দাম আজ মঙ্গলবার ২৬ তারিখ আমার এওয়াজবদল কৃত সম্পত্তিতে আবারো জোরকরে মাটি পালায়। মাটি পালাইতে বাঁধা দিলে ওই ভূমিদস্যু, সন্ত্রাসী আমাকে প্রাণনাসের হুমকিদেয়। হুমকির মুখে পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আতঙ্কে রয়েছি। আমি আমার এওয়াজবদলকৃত, দলিলকৃত ও পৈত্রিক ভেগদখলীয় জমি দখল মুক্ত রাখার দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

স্থানীয় ৬ নং ওয়ার্ডের  লোকমান মেম্বার জানান আমি ঘটনাটি জানি এ ব্যাপারে আমরা দুই পক্ষকে পরবর্তী  শালিসী সিদ্ধান্ত দেওয়ার আগে সকল প্রকার কাজ বন্ধ করার কথা থাকলেও তামজিদ গতকাল ও আজ মাটি কাটে।

তামজিদের  সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি যে জায়গায় আছি তার কোন কাগজ না থাকলেও যেহেতু আমার ঘরের সামনের  জমি তাই আমি অস্থায়ী ঘর নির্মাণ  করছি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট