গাজীপুরের কাশিমপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডেভিল হান্টের তিনজন ও নেশা জাতীয় চল্লিশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
মঙ্গলবার(০৬ মে)রাত ০৪.৩০ ঘটিকায় দিকে মহানগরীর কাশিমপুরের মোল্লা মার্কেট, হাতিমারা,সুরাবাড়ী ভূমিহীন এলাকায় রফিকুল ইসলাম ও ইসমাঈল মিয়া এবং আল-আমিন এর বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।অপরদিকে ২ নং ওয়ার্ডের লতিফপুর পশ্চিমপাড়া শাহাবুদ্দীন মার্কেটের সামনের পাকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশা জাতীয় চল্লিশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মজিদুল ইসলাম ও তুহিন হোসেন এবং আশিক মিয়াকে আটক করেছে পুলিশ।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন ডেভিড হান্টের অভিযানে তিনজনসহ তিন মাদক কারবারি আটক করা হয়েছে।তাদেরকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।