1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

চাঁদার লাইসেন্স ও নিয়ম করে নেওয়া হচ্ছে চাঁদা 

রায়পুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

রায়পুর উপজেলার রাখালিয়া বাজারে টোল আদায়ের নামে চলছে চরম অ-নি-য়ম ও চাঁ- দাবাজির অ-ভিযোগ। হাটের দিনে খাজনা আদায়ের কথা থাকলেও এখানে প্রতিদিনই মিশুক, অটো, পিকআপ, ট্রাকসহ বিভিন্ন যানবাহন থেকে আদায় করা হচ্ছে টোল। অথচ এসব যানবাহনের টোল আদায় বাজার ইজারার শর্তে নেই।

এই বাজারের ইজারাদার হিসেবে রয়েছেন সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাবুল পাঠওয়ারি। স্থানীয় চালকরা অ- ভিযোগ করেছেন, নির্ধারিত হাটবার ছাড়াও বাজার এলাকায় প্রবেশ করলেই রশিদের বিনিময়ে দিতে হচ্ছে ১০ থেকে ২০০ টাকা পর্যন্ত টোল।

একটি রশিদে দেখা যায় সিএনজি/অটো ৩০ টাকা, ট্রাক ৮০ টাকা, ট্রলি ৫০ টাকা, পিকআপ ৭০ টাকা, মিশুক ১০ টাকা, বড় অটো ২০ টাকা। এসব আদায় কি বৈধ, প্রশ্ন রইল হাটবাজারের ইজারার সাথে মিশুক – অটো টোলের সম্পর্ক কী।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রায়পুর
টোল সমন্বয় না করলে এবং এসব অ-নি-য়ম চলতে থাকলে আগামীতে ইজারাদের বি-রু-দ্ধে কঠো-র আন্দোলন গড়ে তোলা হবে বলে হু- শি- য়ারি দেন সচেতনমহল।

বাজার ইজারাকে খাজনা আদায় এর জায়গা থেকে টেনে এনে যেন অবৈধ চাঁদাবাজির প্ল্যাটফর্ম বানানো না হয়, এটাই এখন সচেতন জনগণের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট