ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবিতে যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেছে কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তুলে ধরে দ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ২৮ এপ্রিল চৌগাছা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টিতে অন্তত ১২টি ডিপ টিউবওয়েলের অধীন ফসলি জমি, পাশাপাশি ডিপের বাইরের অসংখ্য জমির ধান, পাট, সবজি ও ফলের মারাত্মক ক্ষতি হয়েছে। এছাড়া সদর উপজেলার চুড়ামনকাঠি, হৈবতপুর, ইছালী ও কাশিমপুর ইউনিয়নেও ফসলের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান নান্নু, কমরেড জিল্লুর রহমান ভিটু, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, কমরেড রফিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। অবিলম্বে ক্ষতিপূরণ দিয়ে কৃষকদের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে হবে। কেননা তারা আজ বড়ই অসহায়। ওদের সহযোগিতা দরকার।