1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
গাজীপুর মর্ডান হাসপাতালের নামে বিভিন্ন অনিয়মের অভিযোগ  খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আক্কেলপুরে বৃক্ষরোপন কর্মসূচি আপোষহীন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া রৌমারীতে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন পালন  বিরামপুরে বাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট মা-সন্তান পাবনায় পুলিশের অভিযানে ৭টি কার্তুজ ভর্তি রিভলভারসহ তিনটি ককটেল বোমা উদ্ধার গ্রেপ্তার-১ নিয়ামতপুরে আমন ক্ষেত পরিচর্যায়  ব্যস্ত কৃষকেরা টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযান, বিএনপির সভাপতিসহ গ্রেফতার ৩৪ জন রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ১ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় ছয় শিক্ষার্থী বহিস্কার 

সাংবাদিক রোকনুজ্জামানের মুক্তির দাবিতে মির্জাপুর প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুর প্রেস ক্লাবে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাতক্ষীরার তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় প্রেস ক্লাবের উদ্যোগে মির্জাপুর প্রেস ক্লাব, মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রতিষ্ঠাতা সভাপতি কিসমত খোন্দকার (রাইজিং বিডির বিশেষ প্রতিনিধি), সাবেক সাধারণ সম্পাদক মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি নিরঞ্জন পাল (জনকণ্ঠ), সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ (সমকাল), সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন (ইনকিলাব), সহসভাপতি জহিরুল ইসলাম শেলী (ভোরের কাগজ), যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা (কালের কণ্ঠ), শিলা আক্তার (ভোরের পাতা), জোবায়ের হোসেন (মানবজমিন) ও ছানোয়ার হোসেন (আমার দেশ) প্রমুখ বক্তৃতা করেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে অন্যায়ভাবে ১০ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আরো জানা যায়, সরকারি নির্মাণকাজে অনিয়মের অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করতে গেলে কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা লাঞ্ছিত করেন। বিষয়টি উভয় পক্ষই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে।
পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল একপক্ষের অভিযোগ শুনে সাংবাদিক টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন। এর প্রতিবাদে বুধবার সন্ধ্যায় মির্জাপুর প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বিভিন্ন গণমাধ্যমকর্মীরা বলেন, ঘটনা জানার পরপরই তালা উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান এবং টিপুকে দণ্ডাদেশ প্রদান না করে উভয়ের মধ্যে আপস মীমাংসা করে দিতে অনুরোধ করেন। এ সময় নির্বাহী কর্মকর্তা অগ্নিমূর্তি ধারণ করে। সাংবাদিকদের প্রস্তাব নাকচ করে দেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিচারের নামে একজন সংবাদকর্মীর প্রতি আক্রোশবশত যে সিদ্ধান্ত দিয়েছেন, মির্জাপুর প্রেস ক্লাবের সব সদস্য এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এর পাশাপাশি সাংবাদিক রোকনুজ্জামান টিপুর মুক্তি দাবি করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট