1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

নিয়ামতপুরে ১ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ  এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  আজ সোমবার(২১ এপ্রিল)  সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর জিগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম স্বপন শীল (৩২)। বাবার নাম মৃত খগেন শীল। বাড়ি সাদাপুর জিগাবাড়ী গ্রামে ।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ামতপুর থানা পুলিশের একটি দল আজ সকাল ৬ টার দিকে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনার জন্য বাহাদুরপুর ইউনিয়নে অবস্থান নেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সাদাপুর জিগাবাড়ী এলাকায় গাঁজা বিক্রয় করা হচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপন শীল পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে  এবং তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করে।
থানা তদন্ত কর্মকর্তা বাবলু চন্দ্র পাল বলেন, মাদকদ্রব্য গাঁজা উদ্ধারের ঘটনায় আজ একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট