1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ১২ মে ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধামইরহাটে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা সাভারে সরকারি গবাদিপশু খাদ্য তৈরির কারখানায় ডাকাতি  কাশিমপুরে মার্ক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা শ্রমিকদের বিক্ষোভ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে গৃহবধুর উপর হামলা পাঁচ শতাধিক মুরগি লুট চাঁদপুরে পুলিশ কর্মকর্তার বাসা থেকে গুলি-পিস্তল উধাও চুরি যাওয়া গরু ফিরিয়ে দিতে এসআইয়ের ৫০ হাজার টাকা দাবি সাপের কামড়ে ছাত্রী সহ ২ জনের মৃত্যু বোয়ালমারীতে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে প্রেমিকাকে বিয়ে করতে না পেরে আত্মহত্যা করলো প্রেমিক   নিয়ামতপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা সাপ্তাহিক পশুর হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তা ও যৌথবাহিনীর সদস্যরা হাট এলাকায় অবস্থান নিয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) হাটে অবস্থান নেন টাঙ্গাইল জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তা এবং সেনাবাহিনীর সদস্যরা।

নতুন ইজারাদার হিসেবে মাসুদুর রহমান দারগআলী এই প্রথমবারের মতো পশুর হাটটি পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা।

ইজারা পাওয়ার পর তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, হাটে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এই অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান অফিস আদেশ জারি করেন। আদেশে বলা হয়, হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

হাটে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন কবির এবং সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, হাটে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
আরো জানা যায়, আগের ইজারার মেয়াদ শেষ হলে নতুন করে ইজারা দিতে বিজ্ঞপ্তি দেয় উপজেলা প্রশাসন। এরপর মাসুদুর রহমান দারগআলী ইজারা পান। গত ১৪ এপ্রিল রাতে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান তাঁর কাছে হাটটি বুঝিয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট