1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ১২ মে ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ধামইরহাটে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা সাভারে সরকারি গবাদিপশু খাদ্য তৈরির কারখানায় ডাকাতি  কাশিমপুরে মার্ক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা শ্রমিকদের বিক্ষোভ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে গৃহবধুর উপর হামলা পাঁচ শতাধিক মুরগি লুট চাঁদপুরে পুলিশ কর্মকর্তার বাসা থেকে গুলি-পিস্তল উধাও চুরি যাওয়া গরু ফিরিয়ে দিতে এসআইয়ের ৫০ হাজার টাকা দাবি সাপের কামড়ে ছাত্রী সহ ২ জনের মৃত্যু বোয়ালমারীতে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে প্রেমিকাকে বিয়ে করতে না পেরে আত্মহত্যা করলো প্রেমিক   নিয়ামতপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

জয়পুরহাট ও কালাই উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

জয়পুরহাটে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে। বিভিন্ন সংগঠন নানাভাবে পহেলা বৈশাখ বরণের আয়োজন করে।

সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উপলক্ষে রামদেও সরকারি বাজলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নববর্ষের অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিগন। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এ আয়োজনে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে পান্তা ভাত ও পৌর প্রশাসনের পক্ষ থেকে দই, চিড়া পরিবেশন করা হয়।

অপরদিকে জেলার কালাই উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি মোকামতলা-জয়পুরহাট সড়কের প্রদক্ষিণ করে সরকারি মহিলা কলেজ মাঠে এসে শেষ হয়।

সেখানে পহেলা বৈশাখী উপলক্ষে মেলার উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান। এরপর জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের কর্মসূচি শুরু হয়। এ সময় সহকারী কমিশনার ইফতেকার রহমান, কালাই থানার ওসি জাহিদ হোসেন, উপজেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের কমকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলার সর্বস্তরের নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

বৈশাখী মেলায় বাংলা সংস্কৃতির হারাতে বসা বিভিন্ন স্টল রয়েছে। মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট