ফরিদপুরে বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী নিরপরাধ অসহায় মানুষের উপর দখলদার ইসরায়েলী বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর তাওহীদি জনতা ফ্রি ফ্রি প্যালেস্টাইন ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসুচি পালিত হয়।
বাদ জুমা বোয়ালমারী চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চৌরাস্তা বাসটার্মিনানের এসে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’ বদরের হাতিয়ার, ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার, বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো, স্বপ্ন দেখি প্রতিদিন স্বাধীন হবে ফিলিস্তিন সহ তারা নানা স্লোগান দিতে থাকেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর ১ আসনের এমপি পদপ্রার্থী ডক্টর ইলিয়াস মোল্লা সাবেক চেয়ারম্যান রসায়ন বিভাগ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি
বোয়ালমারী উপজেলার আমির অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম পৌর আমির সৈয়দ নিয়ামুল হাসান বোয়ালমারী পৌরসভা সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোয়ালমারী উপজেলা সেক্রেটারি মোঃ কামাল হোসেন
বক্তারা অবৈধ দখলদার ইসরায়েল বিমান হামলার প্রতিবাদ ও নিন্দা জানান এছাড়া ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান।
সেই সাথে অবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি জোর দাবি জানান।
এসময় বিভিন্ন শ্রেনি পেশার মানুষ সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।