1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
তালতলীতে বিএনপি’র অফিস আওয়ামীলীগের দখলে রাজাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের এক শিশুর জীবন বাঁচাতে আকুল আবেদন বিমান দুর্ঘটনায় শহিদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের ফরিদগঞ্জ এলপিজি স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক পরিবার ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ভাসানী শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ- নাহিদ ইসলাম ভোটের সময় প্রতিশ্রুতি স্বাধীনতার পরে সংস্কার হয়নি ১কিঃ রাস্তা 

রমজান উপলক্ষে মির্জাপুরে মহাসড়কে পুলিশের নজরদারি বৃদ্ধি করেছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী বাস ছাড়াও সকল ধরনের যান চলাচল নির্বিঘ্ন করতে মির্জাপুর থানা পুলিশ পবিত্র মাহে রমজান উপলক্ষে নজরদারি বৃদ্ধি করেছে।

টাঙ্গাইলের পবিত্র মাহে রমজান উপলক্ষে পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এই নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা গেছে।

মহাসড়কের মির্জাপুর উপজেলার স্কয়ার থেকে জামুর্কী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় মির্জাপুর থানার ৪টি, দেওহাটা ও বাঁশতৈল ফাঁড়ির ৪টি এবং গোড়াই হাইওয়ে থানার ২টি দল পৌরসভা সহ ১২ টি দল নিয়মিত টহল দিচ্ছেন।

এ ছাড়াও পুলিশ সুপার মিজানুর রহমান, মির্জাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার এইচ এম মাহাবুব রেজওয়ান সিদ্দিকী, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোঃ মোশারফ হোসেনের এবং (ওসি তদন্ত) এর নেতৃত্বে আরো ৩টি দল মহাসড়কে টহলে থাকছেন।

মহাসড়কে চলাচলরত যানবাহন থামিয়ে চালকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন।

এদিকে দেলদুয়ার, পাকুল্যা আঞ্চলিক সড়ক এবং সখিপুর গোড়াই, আঞ্চলিক সড়কের মির্জাপুর উপজেলার সীমানা পর্যন্ত পুলিশ টহলে দেখা গেছে।

এদিকে পৌরসভা এলাকায় পুলিশের ২টি দল নিয়মিত টহলে রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শনিবার গভীর রাতে মহাসড়কের বিভিন্ন স্থানে সরজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজান উপলক্ষে যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যরা কয়েকটি টহল দলের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশারফ হোসেন জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে যাত্রা নির্বিঘ্ন করতে শুধু মহাসড়কে নয়, এ উপজেলার আঞ্চলিক সড়কগুলোতেও পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

মহাসড়কের এই উপজেলার বিভিন্ন স্থানে আলোকিত করার জন্য লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা এড়াতে করণীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

মির্জাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার এইচ এম মাহাবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীতে যোগদান করেছি। জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক মহাসড়কে যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যরা কাজ করছেন বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট