1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে তারুণ্যের উৎসব কর্মসূচীতে  ফলজ ও বনজ গাছের চারা বিতরণ  পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক-১৪  নিয়ামতপুরে বিএনপি নেতার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল রায়পুরে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা  তালতলীতে বিএনপি’র অফিস আওয়ামীলীগের দখলে রাজাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যন্সারে আক্রান্ত ৮ বছরের এক শিশুর জীবন বাঁচাতে আকুল আবেদন বিমান দুর্ঘটনায় শহিদ মাহেরীনের কবরে শ্রদ্ধা জানালেন ডা. জাহিদ হোসেন কালাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামের ফরিদগঞ্জ এলপিজি স্টেশনে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শতাধিক পরিবার

কালীগঞ্জে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য থানায় অপমৃত্যুর মামলা

কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে তাসলিমা আক্তার রিয়া (২৫) নামে এক গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। এ ঘটনায় ওই থানায় একটি অপমৃত্যুর মামলাও দায়ের হয়েছে।

গত মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) উপজেলার তুমলিয়ার টিওরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাসলিমা আক্তার রিয়া (২৫) ওই এলাকার জিল্লুর রহমানের স্ত্রী। তাদের একটি ১০ মাসের কন্যা সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরে পরিবারে নিহতের সাথে তার দেবরের স্ত্রীর বিভিন্ন বিষয়াদি নিয়ে কলহ চলে আসছিল। গতকাল তারই জের ধরে নিহত তাসলিমা আক্তার রিয়ার খাবারে তার দেবর সাদ্দামের স্ত্রী বিষ প্রয়োগ করে। ওই খাবার খাওয়ার পর রিয়ার অবস্থা খারাপ হয়ে পড়লে তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রোগীর অবস্থা খারাপ হলে তারা উপজেলার নাগরীর মঠবাড়ী এলাকায় বেসরকারী একটি হাপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে ওসি বলেন, ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি টিম নিহতের মরদেহ থানায় নিয়ে আসে। অধিকতর তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা সাজেদা বেগম বাদি হয়ে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে। যার মামলা নং ১০(১৭\০২\২৫)

তিনি আরো বলেন, যদি নিহতের মরদেহে হত্যার কোন আলামত পাওয়া যায় এবং পরিবার হত্যা মামলা দায়ের করে তখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট