1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
নদীভাঙনের মুখে শহীদের সমাধি, সংরক্ষণের দাবি পরিবার ও এলাকাবাসীর এতিম শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পোশাক বিতরণ অনুষ্ঠানেঃ ডিসি টাংগাইল জেলা প্রশাসকের সাথে নীলফামারী রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাসুদ রানা গ্রেফতার পাবনায় চরমপন্থী দলের নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে বাকেরগঞ্জে সড়ক অবরোধ  ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে গেট নির্মানে অনিয়ম নিয়ামতপুরে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সাভারে পৃথক স্থান থেকে ২ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার  নীলফামারীতে অর্থের বিনিময়ে নতুন লোকজনদের অন্তর্ভুক্তের প্রতিবাদে সুবিধাভোগীদের মানববন্ধন 

জনগণ সন্ত্রাসী চাঁদাবাজদের ক্ষমতায় যেতে দিবে না অধ্যাপক আবু তালেব মন্ডল

পাবনা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নেটন ৩ নং ওয়ার্ডে সুধী সমাবেশে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন বাংলাদেশের মানুষ সন্ত্রাসী, চাঁদাবাজদের ক্ষমতায় যেতে দিবে না।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, কুরআন ও সুন্নাহর আলোকে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মহান স্বপ্ন নিয়ে জামায়াত কাজ করছে। ইনশাআল্লাহ আমরা এই কাজে একদিন সফল হবো। এইজন্য সমাজ থেকে অসৎ নেতৃত্ব বিদায় করে সৎ, যোগ্য, মেধাবী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সংগঠনকে শক্তিশালী ও বিজয়ী আন্দোলনে পরিণত করতে হলে গণমুখী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সামাজিকভাবে প্রতিষ্ঠিত সহ সমাজের সব শ্রেণীপেশার মানুষের কাছে জামায়াতের দাওয়াত পৌঁছাতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ সন্ত্রাসী, চাঁদাবাজদের ক্ষমতায় যেতে দিবে না। জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এদেশের মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার, ভোটের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ওয়ার্ড সভাপতি দের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে মানুষ তার অধিকার ফিরে পাবে ইনশা আল্লাহ।

প্রধান অতিথি আরও বলেন, যুগে যুগে যারা ইকামাতে দ্বীনের কাজ করেছে তারা অনেক জুলুম নির্যাতনের স্বীকার হয়েছে। এদেশেও জামায়াত ইকামাতে দ্বীনের কাজ করার কারণে অনেক জুলুম-নির্যাতনের স্বীকার হয়েছে এবং শাহাদাত বরণ করেছে। ইকামাতে দ্বীনের কাজের মাধ্যমেই মুমিনদের সফলতা নিশ্চিত হতে পারে। অহংকারী না হওয়া, গীবত ও পরনিন্দা না করে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া। এর ব্যাত্যয় ঘটলে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে তাই ক্ষমা ও ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা একান্ত প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা আমির, মাওলানা নকিবুল্লাহ, সেক্রেটারি আব্দুল আলিম, খাইরুল ইসলাম, মিজানুর রহমান, রফিকুল ইসলাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট