1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ১৯ মে ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

ডোমার উপজেলা চত্বরে থাকা বঙ্গবন্ধুর মুরাল ভাংচুর

ডোমার(নীলফামারী)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ চত্বরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার(৬ জানুয়ারী) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ম্যুরালটি ভেঙে ফেলেন।

এর আগে বুধবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুরাল ভাঙ্গার ঘোষনা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকালে প্রশাসনিক ভবনের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি হাতুরি দিয়ে ভেঙ্গে ফেলা হয়।

উপজেলা পরিষদে গিয়ে দেখা যায়, প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় কিছু নেতাকর্মী হাতুড়ি, রড ও খুন্তি দিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেন।

এ সময় সেখানে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহির মিলন। তিনি বলেন ডোমার হাইস্কুল মাঠে থাকা মুরালটিও ভেঙ্গে ফেলা হবে। এ সময় উপজেলার স্বাভাবিক কার্যক্রম চলমান ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট