1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

অবৈধ ৭ ইটভাটা ভেঙে দিয়েছে যৌথবাহিনি 

টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরের অবৈধ ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। আজ সকাল থেকে এই অভিযান শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত একটানা অভিযান চলে।

পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসার বাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলার বহুরিয়া, বাইমাইল ও পাহাড়পুর এলাকায় চলতি বছর নতুন করে গড়ে তোলা ৭ অবৈধ ইটভাটা (বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বিএন্ডবি ব্রিকস, সনি ব্রিকস, রান ব্রিকস) অভিযান চালিয়ে ভাটাগুলোর চিমনি স্থায়ীভাবে ভেঙে দেয়া হয়।

অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে প্রশাসন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্যাহ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিঞা মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট