ছাত্র-শিক্ষক-কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই’ এই শ্লোগানের প্রতিপাদ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পালিত হলো জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান।
আজ বৃহস্পতিবার ২৮/১১/২০২৪ তারিখ সকাল ১১ ঘটিকায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের ১০০ জন সুবিধাভোগী কৃষকদের মাঝে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের উপস্থিতিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাঈম মোর্শেদের সভাপতিত্বে ইঁদুর নিধন অভিযান ২০২৪ সম্পর্কে কৃষকদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
পরে আলোচনা শেষে ১০০ জন কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে পেয়াজের বীজ বিতরণ করা হয়।