টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান পরিচালনা করে পলিথিন ব্যাগ জব্দ ও একজনকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মির্জাপুরের গোড়াই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সহকারি কমিশনার (ভূমি) এবং টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর সম্মিলিতভাবে অভিযানটি পরিচালনা করা হয়েছে।
এই অভিযান চলাকালে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তুহিন আলম উপস্থিত ছিলেন। পরবর্তীতে এই ধরনের অভিযান আরো জোরালোভাবে করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।