সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে এই জন্মষ্টমী পালন করা হয়।
জন্মাষ্টমী উপলক্ষে বেলা ১১টার দিকে নিয়ামতপুর কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মনোরঞ্জন চন্দ্র বর্মণ, সহকারী শিক্ষক অরুণ চন্দ্র বর্মণ, নিয়ামতপুর কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি ভীম চন্দ্র বর্মণ, সহকারী শিক্ষক পলাশ চন্দ্র, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নওগাঁর সদস্য যগেশ চন্দ্র বর্মণ, সুশান্ত কুমার সাহা প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। মন্দির ছাড়াও ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করবেন।