দেশনেত্রী বেগম খালেদা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়।
রৌমারী উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরোর আয়োজনে দেশনেত্রী খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ, ১৫ আগসট শুক্রবার বিকাল ৪ টার দিকে বন্দবেড় ইউনিয়ন ফলুয়ারচর নৌকা ঘাটে
এই আয়োজন করে হয়েছে ফলুয়ারচর নৌকা ঘাটের দোকানদার ঘাটের শ্রমিক ভ্যান /রিক্সা চালক অসহায়দের মাঝে বিভিন্ন শ্রেণী ৫০০ মানুষের মাঝে খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দবেড় ইউনিয়ন বিএনপি ৭ নং ওয়ার্ড সভাপতি বশির উদ্দিন, রৌমারী মডেল প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ওয়ালিত বিন বকুল, বন্দবেড় ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজামাল, এরশাদুল ইসলাম ভূঁইয়া বন্দবেড় ইউনিয়ন ছাএদলের সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা রবিউল ইসলাম রবি,
রৌমারী সরকারি ডিগ্রী কলেজের ছাএদলের সদস্য সচিব জিয়া,গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজক দোয়া ও মিলাদের পর জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মুক্তির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।