1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

সাভারে পাচারকালে টিসিবির পণ্যসহ চালক আটক

সাভার প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

সাভারে পিকআপযোগে সরকারি টিসিবি’র পন্য পাচারকালে জব্দ করেছে ঢাকা জেলা ডিবি পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) ভোররাত আড়াইটার দিকে বিরুলিয়া রোডে ঢাকা জেলার ডিবি’র (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ আব্দুস সালাম অভিযান চালিয়ে কালিয়াকৈর এলাকা থেকে পিকআপ চালক মোঃ লিটন মিয়াকে (৩৯) একটি পিকআপ ভ্যানসহ (ঢাকা মেট্রো ন ১৭-৩৭৮৩ ) আটক করে।

ডিবি পুলিশ জানায়, পিকআপ তল্লাশী করে সরকারি টিসিবির পন্য ১০০ কার্টন সয়াবিন তেল (গাঁয়ে বসুন্ধরা লেখা আছে), প্রতি কার্টনে ১৮ লিটার করে মোট ১৮শ (এক হাজার আটশ) লিটার সয়াবিন তেল, ৩০ বস্তা আটা, প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট-১৫শ (এক হাজার পাঁচশ) কেজি আটা, ১৬ বস্তা চিনি, প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৮শ (আটশ) কেজি চিনি, ২৭ বস্তা মুসুরের ডাল প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ১৩’শ ৫০ (এক হাজার তিনশ পঞ্চাশ) কেজি ডাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পিকআপ চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিবির এক কর্মকর্তা জানান, তাদের কাছে অভিযোগ আছে- টিসিবি পন্য অবৈধভাবে বিক্রির একটি চক্র রয়েছে। তাদের নিয়ন্ত্রণে বিভিন্ন নামে ২৮টি ডিলারশীপ আছে। এই চক্রের হোতা আতিক, সজিবসহ কয়েকজন। তাদের ব্যাপারে তদন্ত চলছে। সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার এ ব্যাপারে অবগত বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট