লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশদের বার্ষিক সমাবেশ ও পোশাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজীব কুমার সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক, স্থানীয় সরকার, লক্ষ্মীপুর জনাব মোঃ জসীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন এবং সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব জামশেদ আলম রানা।
জেলা পর্যায়ে সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নে দফাদার ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন মোঃ ফারুক হোসাইন (৯নং তোরাবগঞ্জ ইউপি, কমলনগর), দ্বিতীয় স্থান মোঃ আজাদ উদ্দিন (৯নং চরগাজী ইউপি, রামগতি) ও তৃতীয় স্থান জাহাঙ্গীর আলম (৮নং করপাড়া ইউপি, রামগঞ্জ)।
মহল্লাদার ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন মুরাদ হোসেন (২নং ওয়ার্ড, ৭নং হাজিরহাট ইউপি, কমলনগর), দ্বিতীয় স্থান মোঃ সোয়াইব (৩নং ওয়ার্ড, ৮নং দত্তপাড়া ইউপি, সদর) ও তৃতীয় স্থান মোঃ কাউছার হামীদ (৭নং ওয়ার্ড, ৪নং ইছাপুর ইউপি, রামগঞ্জ)।
এ সময় বিজয়ীদের হাতে শুভেচ্ছা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিরা। পাশাপাশি জেলার ৫২০ জন দফাদার ও মহল্লাদারের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।