1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

গাজীপুর চান্দনা চৌরাস্তায়  দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে রৌমারী উপজেলা সর্বস্তরের সাংবাদিকগণ।

(১১ আগস্ট)  সোমবার সকাল ১০ রৌমারী উপজেলা চত্বরের মেন গেট সামনে মহা সড়ক  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবকন্ঠ  রৌমারী উপজেলা  প্রতিনিধি  আরাফাত ইয়াসিন  নাহিদ  সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,  যুগান্তর এর রৌমারী রাজিবপুর প্রতিনিধি সাদেক হোসেন ভোলা  , রৌমারী উপজেলা প্রেসক্লাব  সভাপতি মোস্তাফিজুর রহমান তারা   নয়া দিগন্ত রৌমারী উপজেলা প্রতিনিধি, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, দৈনিক জবাবদিহি রৌমারী উপজেলা প্রতিনিধি,  রৌমারী মডেল প্রসক্লাবের  সভাপতি  সাইফুল ইসলাম, দৈনিক তথ্য ধারা  প্রতিনিধি, মিজানুর রহমান মিনু দৈনিক যায়কাল প্রতিনিধি

আক্তার প্রভাষক রৌমারী মহিলা কলেজ, মুরাদুলব ইসলাম , এশিয়ান টেলিভিশন রাজিবপুর রৌমারী প্রতিনিধি শওকত মন্ডল , দৈনিক করতোয়া  রৌমারী উপজেলা প্রতিনিধি,

সোহেল রানা স্বপ্ন , দৈনিক কালের কন্ঠ রৌমারী রাজিব পুর  প্রতিনিধি, শাখাওয়াত হোসেন কালবেলা, রৌমারী উপজেলা  প্রতিনিধি, জিতেনচন্দ দাস  সমকাল, রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক , নুর আলম খান হিরো ,রৌমারী বিএনপি যুগ্ম আহবায়ক,  শাহাদৎ হোসেন দৈনিক সকালের সময়  বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ’সহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা অতি বিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা নৃশংসভাবে হত্যার সাথে প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের সর্বচ্চ শাস্তি ফাসিঁ দাবির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় গোপালগঞ্জ থেকে এই আন্দোলনকে সারা দেশব্যাপী ছরিয়ে দেওয়া হবে বলে জানায় বক্তারা।

এ সময়  দৈনিক শিরোমণি প্রতিনিধি , আব্দুল খালেক, বাংলা  টিভির প্রতিনিধি মাজারুল ইসলাম  , ইওেফাক  প্রতিনিধি মাসুদ রানা,  ভোরের কাগজ ও এন টিভি  প্রতিনিধি মাসুদ পারভেজ রুবেল,   দৈনিক স্বদেশ প্রতিদিন আব্দুল কাইয়ুম , আমার বাংলাদেশ  প্রতিনিধি নাজিম আহমেদ ,

লিটন সরকার যায়যায়কাল ’ রৌমারী মডেল প্রেসক্লাব,সাধারাণ সম্পাদক,(সাহের আলী দৈনিক যায় যায় সময় ) রৌমারী মডেল প্রেসক্লাব, সহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট