পারিবারিক কলহের জের ধরে স্বামীর বাম হাতে বটির আঘাতের অভিযোগে তার স্ত্রী খাইরুন নাহার সুমির (২৮) বিরুদ্ধে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত স্বামী মোতলেবু রহমান হিমেল সরকার (৩২) বর্তমানে বগুড়ার টিএমএস হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (৯ জুলাই) বিকেলে বগুড়ার আঠাপাড়ার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। স্বামী-স্ত্রী দুজনেরই বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নে।
আহত হিমেল সরকারের বড় বোন মোছাঃ মুনমুন জানান, তার ভাইয়ের কাছে স্ত্রী একটি ফ্ল্যাট ও ১০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট দাবি করেছিলেন। এ দাবি পূরণ না করায় সুমি তার ভাইয়ের বিরুদ্ধে “আজেবাজে কথা” বলছেন বলে তিনি অভিযোগ করেন।
তবে অভিযুক্ত স্ত্রী খাইরুন নাহার সুমি, যিনি পেশায় সহকারী শিক্ষিকা, স্বামীর অভিযোগ অস্বীকার করেছেন। মুঠোফোনে তিনি বলেন, “আমি আমার স্বামীকে যদি বঠির আঘাত করতাম তবে আমি আমার স্বামীকে হাসপাতালে নিয়ে যেতাম না।” তিনি অভিযোগ করেন, তার স্বামী অফিসের এক সহকর্মীর সঙ্গে সম্পর্ক করে বিয়ের অনুমতি চাইলে তিনি রাজি হননি। এরপর হিমেল তাকে মারতে এসে নিজেই নিজের হাতে বটি দিয়ে আঘাত করেন। সুমি এই অভিযোগকে “সাজানো মিথ্যা” বলে দাবি করেন।
প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং তাদের এক বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। এই ঘটনায় বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।